হেলাল হোসেন কবির: ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দের নেতৃবৃন্দের উদ্যোগে লালমনিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাঝাপাড়া এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থাপন বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকায় লালমনিরহাট পৌরসভা মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দ (২১ তম ব্যাচ) এর এস. এম. তানভীর, সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল, মোঃ আশরাফ আলী খান মিঠু, লামিয়া ফেরদৌস রিয়া-এর আয়োজনে ইউএসএআইডি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, পলিটিক্স ম্যাটারস, নারীর জয় সবার জয় এর সহায়তায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি এস. এম. তানভীর। বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার মোঃ আলী ইজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল, জাতীয় যুব সংহতি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মোঃ আশরাফ আলী খান মিঠু, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন।
সকলের সহযোগিতা চেয়ে লালমনিরহাটের উন্নয়ন এগিয়ে নিতে উন্মুক্ত বক্তব্য লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।
এ সময় লালমনিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম আউয়াল, সংরক্ষিত কাউন্সিলর ফাতেমা খাতুনসহ লালমনিরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2025 Jatiyokhobor.com
Leave a Reply