রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

কুষ্টিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর মাহীর বিরুদ্ধে অপপ্রচার

এইচ.এম.সাইফ উদ্দীন আল-আজাদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৬৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুষ্টিয়া শহরের উপজেলা মোড়ের ১৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও কুষ্টিয়ার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাজিদ হাসান মাহির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং প্রাণনাসের হুমকি দিচ্ছে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার ১৮ নং ওয়ার্ডের বাসিন্দা মাসুম শরীফের ছেলে রাতুল শরীফ। থানার এজাহার সূত্রে ও তার পরিবারের সাথে কথা বলে জানা যায়, গত ২৭/১২/২২ইং তারিখে টাউন হলে ফুসকা ফেস্টিভ্যাল অনুষ্ঠানে সাজিদ হাসান মাহী ইনভাইটেড ছিলো। মাহী তার বন্ধুদের সাথে ফুসকা ফেস্টিভ্যাল দেখতে টাউন হলে গিয়েছিল। সেই অনুষ্ঠানে কুষ্টিয়া (রেকলেস বয়েজ) কিশোর গ্যাং এর কিছু ছেলেরা গিয়েছিলো। তাদের মধ্যে ঘাতক রাতুল শরীফ নেশাগ্রস্থ থাকা অবস্থায় ফুসকা ফেস্টিভ্যাল অনুষ্ঠানে থাকা কিছু মেয়েদের নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, টোন, করতে থাকে। এগুলো দেখে মাহী প্রতিবাদ করলে এক পযার্য়ে ঘাতক রাতুল ক্ষীপ্ত হয়ে মাহীর দিকে মারামারির উদ্দেশ্যে বার বার এগিয়ে আসে এবং মাহীর গায়ে লাথি, ধাক্কাধাক্কি ও গালাগালি করে। মাহীর বন্ধু বানীত আহম্মেদ এর ফোন ভেঙে ফেলে এবং মারধর করে। রাতুল মারামারি করার উদ্দেশ্য বারবার মাহী ও তার বন্ধুদের দিকে এগিয়ে যায়। মাহীর বন্ধু পারভেজ আহমেদ কে মারার হুমকি দেয় রাতুল ও তার সাঙ্গপাঙ্গরা। কিন্তু মাহী ও তার বন্ধুরা মারামারি না করে বের হয়ে আসার চেষ্টা করে। তখন রাতুল ছুটে এসে প্রথমে মাহীর মাথায় এবং চোয়ালে ও হাতে বাঁশ দিয়ে আঘাত করে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও মারাত্মক ভাবে জখম করে। মাহীর মাথা ফুলে যায় এবং হাত ও মুখের ভিতরে কেটে যায়। মাহীর ফোন ও টাকা ছিনতাই করার চেষ্টা করে। এবং মারামারির সময় ভিডিও করে রাতুলের সাঙ্গপাঙ্গরা এবং মাহীকে উদ্দেশ্য করে বলে সেলিব্রিটি হইছিস না তুই অনেক বড়! এই ভিডিও আপলোড দিবো। মারার পরে রাতুল মাহীকে উদ্দেশ্য করে বলে সেলিব্রিটি হলে এমন একটু মাইর খেতে হয়। মারামারি দেখে স্থানীয় লোকজন চলে আসায় রাতুল ও তার সাঙ্গপাঙ্গরা সবাই পালিয়ে যায়। আরো জানা যায়, ঘটনার পরদিন ২৮/১২/২২ইং তারিখে সাজিদ হাসান মাহী বাদী হয়ে থানায় একটি অভিযোগ করে। অভিযোগ করার কারনে রাতুল ও তার সাঙ্গপাঙ্গরা অভিযোগ তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত মাহীকে হুমকি দিতে থাকে এবং মাহী বাইরে গেলে তাকে আরো মারা হবে এসব ভয়ভীতী দিচ্ছে প্রতিনিয়ত। গত ০২/০১/২৩ইং তারিখে সাজিদ হাসান মাহী, তার মা এবং বোন কে নিয়ে সন্ধ্যায় শহরের দিকে যাচ্ছিলো এই সময় উপজেলা মোড় থেকে হঠাৎ রাতুল সহ তার ৪/৫ জন সাঙ্গপাঙ্গ নিয়ে সাজিদ হাসান মাহীকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং বলতে থাকে অভিযোগ তুলে নিতে। নাহলে তোকে যেখানে পাবো সেখানে মেরে ফেলবো। এক পযার্য়ে ঘাতক রাতুল মাহীর দিকে তেড়ে আসে মারার জন্য তখন মাহীর মা ও বোন রাতুল কে আটকানোর চেষ্টা করে। তখন মাহীকে বলে আজকে বেঁচে গেলি তোকে কুষ্টিয়াতে পাবো তখন দেখিস। এবং মাহীর মাকে হুমকি দেয় আজকে ছেলেকে বাঁচাতে পারলেও এর পরে পারবেন না। মাহীর মা আরো বলেন, রাতুল মাহীকে প্রাণে মারতে না পেরে ক্ষীপ্ত হয়ে সাজিদ হাসান মাহীকে নিয়ে মিথ্যা অভিযোগ সাজিয়ে কুষ্টিয়া মডেল থানায় অনলাইন আবেদন করে এবং মিথ্যা অভিযোগ গুলো বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে প্রচার করে। বর্তমানে মাহীকে বিভিন্ন মাধ্যমে থেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে যার কারণে মাহী ও মাহীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এই বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেছেন মাহির পরিবার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2025 Jatiyokhobor.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com