গত বছরের মতো ২০২৩ সালের এশিয়া কাপেও বাংলাদেশের গ্রুপে থাকছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অন্য দিকে ফের ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে। অর্থাৎ আরও একটি ভারত-পাকিস্তান লড়াই দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকেরা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ বৃহস্পতিবার এক টুইটে বিষয়টি নিশ্চিত করেন।
২০২৩ এবং ২০২৪ সালের বিভিন্ন প্রতিযোগিতা এবং তার ক্যালেন্ডার প্রকাশ করেন জয় শাহ। সেখানেই দেখা যায় এ বছরের সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ। যেখানে ভারত ও পাকিস্তান থাকবে একই গ্রুপে। তৃতীয় দল হিসাবে কোনো দেশকে যোগ্যতা অর্জন করে আসতে হবে।
অপর গ্রুপের তিন দল- বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে আসরটি কোথায় আয়োজিত হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
এশিয়া কাপের গত আসরে আফগানিস্তান ও শ্রীলঙ্কা দুই দলের কাছেই হেরেছিল বাংলাদেশ। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা
© All rights reserved © 2025 Jatiyokhobor.com
Leave a Reply