মৃত্যুর পর মানুষের মরদেহকে জৈব সারে পরিণত করার অনুমতি দিয়েছে নিউইয়র্ক। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্য এ পদ্ধতি ব্যবহারের অনুমোদন দিলো।
কেউ চাইলে এখন থেকে মৃত্যুর পর মরদেহ দাফন কিংবা দাহ করার পরিবর্তে জৈব সারে পরিণত করতে পারবেন। এটিকে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
‘প্রাকৃতিক জৈব হ্রাস’ নামের এই পদ্ধতিতে মরদেহ একটি বদ্ধ কন্টেইনারে কয়েক সপ্তাহ রাখা হলে তা পচে যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে ওয়াশিংটন ২০১৯ সালে প্রথম মরদেহ জৈব সারে পরিণত করার অনুমতি দেয়। পরে কলোরাডো, অরেগন, ভার্মন্ট ও ক্যালিফোর্নিয়াও এই মরদেহ দাফন কিংবা দাহ করার বিকল্প হিসেবে এই পদ্ধতির অনুমোদন দেয়।
শনিবার (১ জানুয়ারি) নিউইয়র্কের ডেমোক্রেটিক গভর্নর ক্যাথি হচুল মানবদেহ জৈব সারে পরিণত করার অনুমতি দেন।
এ পদ্ধতিতে মরদেহ একটি কন্টেইনারে কিছু উপকরণসহ রাখা হয়। পরে মরদেহটি জীবাণুর প্রভাবে গলে যায়। প্রায় এক মাস পর ওই জৈব সারকে তাপ দিয়ে সংক্রামক মুক্ত করা হয়। তারপর জৈব সারগুলো পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই সার তারা ফুল, সবজি কিংবা গাছ রোপণে ব্যবহার করতে পারবেন।
সূত্র: বিবিসি
© All rights reserved © 2025 Jatiyokhobor.com
Leave a Reply