সারাদেশের ন্যায় লালমনিরহাটে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে শুভ বড়দিন।
২৫ ডিসেম্বর (রোববার) সকাল ৯.৩০ ঘটিকায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুভ বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে ঈশ্বরের মন্ডলীর সম্পাদক মিঃ জেমস্ আশিষ দাস সকলকে খ্রিষ্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানান। তিনি ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। এ সময় তিনি শাস্ত্র আলোচনা করেন। অনুষ্ঠানের উদ্বোধনী শাস্ত্র পাঠ করেন মিঃ চারু চন্দ্র রায়। অনুষ্ঠানে প্রার্থনা, শাস্ত্র আলোচনা ও এষা আদ্রিতা দাসের বিশেষ গান পরিবেশন করা হয়। এর আগে শনিবার (২৪ ডিসেম্বর) রাতে মন্ডলীর যুবক-যুবতীরা নগর কীর্তন করে।
মন্ডলীর সম্পাদক মিঃ জেমস্ আশিস দাস, ঈশ্বরের মন্ডলীর সভাপতি মিঃ ডেভিড কর্মকার, সমাজ সেবক জাকিয়া সুলতানা রিমু, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপনসহ উপস্থিত হয়। তার পর সকলে মিলে বড়দিনের কেক কাটেন।
পরে মন্ডলীর পালক মিঃ সচ্চিদানন্দ বর্মন শেষ প্রার্থনা, প্রভুর প্রার্থনা ও আশিষ বচন দিয়ে উপাসনা শেষ করেন।
উক্ত অনুষ্ঠানে দুপুরে একটি প্রীতি ভোজের আয়োজন করা হয়।
অপর দিকে একই সময় নবজীবন সেন্টার মিশন হাউজ প্রাঙ্গণে চার্চ অফ গড মন্ডলী লালমনিরহাটের আয়োজনে খ্রীষ্টান সম্প্রদায় এ শুভ বড়দিন উদযাপন করেছে। সেখানে শুভেচ্ছা জ্ঞাপন করেন রেভাঃ তপন কুমার বর্ম্মনসহ অন্যান্যরা।
© All rights reserved © 2025 Jatiyokhobor.com
Leave a Reply