খেলা ধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল,এই শ্লোগানে শার্শার জামতলায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।
২৭/০১/২০২৩ জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় জামতলা সামটা,টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।রাজির ইলেকট্রনিকসের সৌজন্যে খেলাটি আয়াজোন করেছে জামতলা টি এস স্পোর্টিং ক্লাবের সদস্যরা।
৮ দলের অংশ গ্রহনে দিনভর এ ক্রিকেট খেলার ফাইনালে বন্ধু স্পোটিং ক্লাব জমতলা টচে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।বন্ধু স্পোর্টিং ক্লাব ব্যাট করতে এসে নির্ধারিত ৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে।দলের পক্ষে পারভেজ ২০ রান সংগ্রহ করেন। জবাবে নোয়াপাড়া স্পোটিং ক্লাব ৪ ওভারে ৪ উইকেটে ৪৫ রান করে পরাজিত হয়।১০ রানে জয়ী হয় বন্ধু স্পোটিং ক্লাব জামতলা।
উক্ত খেলার ম্যান ওফ্ দ্যা ম্যাচ নির্বাচিত হন বন্ধু স্পোটিং ক্লাবের আশানুর এবং ম্যান ওফ্ দ্যা টুর্নামেন্টও নির্বাচিত হন আশানুর,ম্যাচটি পরিচালনা করেন দুই আম্পায়ার
শাহ আলম কিরন ও আলফিক্কার আলী।খেলাটির ধারাভার্ষকার হিসাবে দায়িত্ব পালন করেন মিষ্টভাষী আমির হোসেন।খেলা শেষে প্রধান অথিতি হাফিজুর রহমান (পরিচালক বন্ধন যুব উন্নয়ন সংস্থা) বিজয়ী দলের হাতে পুরুষ্কার তুলে দেন।
বিশিষ্ট সমাজ সেবক মোজাম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং সামটা ওয়াডের মেম্বার জিয়াউল ইসলাম,আরও উপস্থিত ছিলেন টেংরা মহিলা আলীম মাদ্রাসার সভাপতি আব্দুর রসিদ,বিশিষ্ট ব্যাবসায়ী রাজিবুল ইসলাম,মানিক বিশ্বাস,মিজনুর রহমান কারীগর,মুকুল হোসেন, সহ,কামরুল,আলম,কবির,পলাশ,বিদ্যুৎ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দর্শক ও ক্রিকেট প্রেমী মানুষ।
© All rights reserved © 2025 Jatiyokhobor.com
Leave a Reply