বিশেষ প্রতিনিধি :
যশোরের শার্শায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, জাতীয় মহিলা সংস্থা দ্বারা বাস্তবায়িত এবং তথ্য আপা প্রকল্প’র আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
২৮ ডিসেম্বর (বুধবার) সকালে, উক্ত শার্শা উপজেলাধীন উলাশী ইউনিয়নের লাউতাড়া গ্রামে ৫০ জন গ্রামীণ নারীদের নিয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শার্শা তথ্যসেবা কর্মকর্তা প্রমিলা রানী রায়ের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, শার্শা উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা তথ্য কেন্দ্রের সহকারী তনুজা শারমিন সহ এসময় উপস্থিত ছিলেন আরো অনেকে।
বৈঠকে বক্তরা মহিলাদের বাল্য বিবাহ, স্বাস্থ্য সেবা, সন্ত্রাস, মাদক, তথ্য প্রযুক্তি সেবা, জঙ্গীবাদসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে উঠান বৈঠকে অংশ নেওয়া ৫০ জন নারীদের সম্মানী ও নাস্তা প্রদান করা হয়।
© All rights reserved © 2025 Jatiyokhobor.com
Leave a Reply