রবিবার, ১৮ মে ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

লালমনিরহাট সীমান্তে লাশ উপহার দিয়ে বছর শুরু ও শেষ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হেলাল হোসেন কবির:
চলতি বছর বিভিন্ন ঘটনায় লালমনিরহাটের ভারতের সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ভারতের সীমান্ত ঘেঁষে বাংলাদেশের লামনিরহাট জেলা। এই জেলার বিভিন্ন সীমান্তে ২০২২ সালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে হত্যা, চোরাচালান নারী পাচার সহ বেশ কিছু ঘটনা নিয়ে আলোচনার কেন্দ্র ছিল এই জেলার সীমান্ত। লক্ষ গেছে চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাট জেলার তিন বিঘা করিডোর সীমান্ত পরিদর্শনে যেদিন আসেন তার আগে এবং পরেও সীমান্তে হত্যা হয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয় সীমান্ত হত্যা কমবে। তবে, এই কথা যেন আশ্বাসে থেকে যায়। পুরো বছরের সীমান্তের ঘটনা তুলে দরা হল-

২০২২ সারের বছরটা শুরু হয় চোরাকারবারিরা
হাতীবান্ধায় শ্যামের এলাকা থেকে বিজিবির হাত থেকে গরু ছিনিয়ে নেওয়ার মধ্যে দিয়ে। ১ জানুয়ারি বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ভারতীয় ৪টি গরু ছিনিয়ে নিয়েছেন চোরাকারবারিরা। উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার আফতাব উদ জামান আলিফ ও ইসমেত দোহা সিজানের নেতৃত্বে এই গরু ছিনতাইয়ে ঘটনা ঘটছে। অবশ্য সেসময় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত চোরাকারবারি আফতাব উদ জামান আলিফ গরু ছিনিয়ে আনার বিষয়টি স্বীকার করে বলেন, বিজিবি গরু আনতে না দিলে আমরা আনতে পারি? তারা গরু আনা বাবদ লাইন নেয়। তাহলে তারা গরু আটক করবে কেন? তাই গরুগুলো তাদের কাছ থেকে নিয়ে আসা হয়েছে।

তার পড়ে ভারত থেকে গরু আনতে গিয়ে পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে রেজাউল করিম নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। এ সময় বাবু নামে অপর এক যুবক আহত হয়েছেন। ১৭ মার্চ ভোর রাতে জগতবেড় ইউনিয়নের সমশেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নয়াবাড়ি এলাকার মনসুর আলীর ছেলে। সে সময় বিএসএফ আহত বাবুকে আটক করে এবং রেজাউল করিমের মরদেহ ভারতে নিয়ে যায়।

২৬ মার্চ পাটগ্রাম উপজেলায় ভোর ৫টার দিকে উপজেলার নাজিরগুমানি সীমান্তে বিএসএফ ছোড়া গুলিতে নুরুল হুদা আশরাফী সবুজ (৩৫) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ নুরুল হুদা আশরাফী সবুজ উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর ২ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী ছেলে।উপজেলার নাজিরগুমানি সীমান্তের মেইন পিলার নম্বর-৮৬৮ সাব পিলার-৫ থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে কোকার বাড়ি নামক স্থানে ১০/১২ জনের একটি দল ভারতে গরু আনতে যায়। ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দল তাদেরকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে নুরুল হুদা আশরাফী সবুজের কোমরে গুলি লাগে। পরবর্তীতে তার সঙ্গে থাকা লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে নিয়ে আসে। রংপুরের একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করে।

১০ এপ্রিল আদিতমারী উপজেলার দুর্গাপুর চওড়াটারী সীমান্তের ৯২৪ নং মেইন পিলারের ১১ নং সাব পিলার এলাকায় বাংলাদেশ অংশে গুলিবিদ্ধ অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে এলাকাবাসী পুলিশকে খবর দেন। আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থানে গিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই ভারতীয় নাগরিকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বডার গার্ড বাংলাদেশর মধ্যে পতাকা বৈঠক আহ্বান করা হয়। ধারণা করা হয় ভোর রাতে গরু নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।

২০ মে সীমান্তের ওপারে কান্নার ভিডিও দেখে দেশবাসী চোখের দৃষ্টি পাল্টে গেছে। হাতীবান্ধা মহিলা কলেজের এক ছাত্রীকে অপহরণের পর ভারতে পাচার করা হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নতুন করে জানা যায় মানব পাচারের রুট এই জেলার সীমান্ত। প্রেমিক সেই মেয়েকে বিয়ে করার কথা বলে ভারতে পাচার করে দেয়। এ ঘটনার সঙ্গে প্রেমিক তিলক ও তার কয়েকজন বন্ধু জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই কলেজছাত্রী। পাচাকারী চক্রের সদস্য আশরাফুল ইসলাম, মোকছেদুল হক ও চম্পা বেগম নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । এ ঘটনার মূল হোতা সোহেল মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়ার পুত্র। ওই কলেজছাত্রীকে ইতোমধ্যে তার পরিবারের সহযোগিতায় ভারতীয় পুলিশ উদ্ধার করেছে। আটক করা হয়েছে ওই প্রতারক তিলককেও।

১২ জুলাই কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি সীমান্ত এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার থেকে তাকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে নাইমুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে মাদকসহ ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সে চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার আসাদুল ইসলামের ছেলে।

২০ অক্টোবর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত দুই বাংলাদেশির নাম সুজন মিয়া ও আব্দুল মজিদ। সীমান্তের ৯৮৮ নং সীমান্ত পিলারের ১ নং সাব পিলার দিয়ে চোরাচালানের চেষ্টা করে বাংলাদেশি ও ভারতীয় চোরাচালানকারিরা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করেন।

৯ নভেম্বর কালিগঞ্জ উপজেলা’র লোহাকুচি সীমান্তে গরু পারাপারের সময় দুই রাখাল ভারতের বিএসএফ গুলিতে ওই দুই বাংলাদেশি নিহত হয়। সেই দিন সকালে গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।

২৭ নভেম্বর হাতীবান্ধা সীমান্তে চোর সন্দেহে বিএসএফের নির্যাতনে সাদ্দাম হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।এইদিন সকাল ৮টার দিকে ৯০১ নম্বর পিলার থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। নিহত সাদ্দাম হোসেন গোতামারী ইউনিয়নের ভুটিয়ামঙ্গল গ্রামের আছর উদ্দিনের ছেলে।

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ২০ বোতল ফেনসিডিলসহ শামীম আক্তার (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। ১৪ ডিসেম্বর ভোরে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত শামীম আক্তার ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলে নোহাহাটি এলাকার আব্দুল জেলালের ছেলে।

একই দিনে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন লাগোয়া ভারতীয় সীমান্তের অভ্যন্তরে মোসাহাব হোসেন মোসাব (৪০) নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৪ ডিসেম্বর বিকেল ৩টার দিকে বিএসএফের সহায়তায় ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ নিয়ে যায়। জানা যায়, সেই দিন সকালে সীমান্তের ৮৫৬ নম্বর মেইন পিলার সংলগ্ন ভারতের দারিকামারী এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। বিজিবি সীমান্তে মরদেহ পড়ে থাকার বিষয়টি বিএসএফকে জানায়। মৃত ব্যক্তি তাদের দেশের নাগরিক নয় বলে বিজিবিকে জানায় বিএসএফ। পরবর্তীতে ওই ব্যক্তি ভারতীয় নাগরিক বলে বিজিবি জানালে বিকেল ৩টার দিকে বিএসএফের সহায়তায় ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ নিয়ে যায়।

১৫ ডিসেম্বর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে শাহাদৎ হোসেন (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শাহাদৎ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গ্রামের গাইবান্ধাপাড়ার ইদ্রিস আলীর ছেলে। জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭-৮ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।

২৪ ডিসেম্বর লালমনিরহাটের মোগলহাট বড়াইবাড়ি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে ভারতীয় গরু পাচারকারী নিহত। নিহত ব্যক্তির নাম শ্রী প্রেম চন্দ্র বর্মণ (২৫)। প্রেম চন্দ্র বর্মন কোচবিহার জেলার গিদালদাহ দিনহাটা থানার ভারবান্দা গ্রামের শিথিল চন্দ্র বর্মণের ছেলে।

সর্বশেষ ২৯ ডিসেম্বর হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে দুই বাংলাদেশী যুবক মোঃ সাদিক মিয়া (২৪) ও মোঃ নাজির হোসেন মংলু (৪২) নিহত হয়েছে। একই ঘটনায় মোঃ আব্দুল গনি মিয়া(৩৫) ও মোঃ আজিজুল ইসলাম (২৬) গুলি বিদ্ধ অবস্থায় উদ্ধার করে আশস্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

জানা যায়, ২৮ ডিসেম্বর রাতে দোলাপাড়া সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলারের ৮৮৮ নিকটে গরু পাচার করতে গিয়ে এই গুলি বিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মোঃ হাফিজুর রহমানের পুত্র মোঃ সাদিক মিয়া (২৪) ও ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামের মোঃ আব্দুস সামাদ মিয়ার পুত্র নাজির হোসেন মংলু (৪২)। আহতরা হচ্ছেন ফকিরপাড়া ইউপির পূর্ব ফকিরপাড়া গ্রামের মোঃ কাছিম মিয়ার পুত্র মোঃ আব্দুল গনি মিয়া (৩২) ও পূর্ব ফকিরপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের পুত্র মোঃ আজিজুল ইসলাম(২৮)। সীমান্তে গরু পারাপারের সময় ভারতের বিএসএফ এর গুলিতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2025 Jatiyokhobor.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com