রৌমারীতে ১০ দফা বাস্তবায়ন ও দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে রৌমারী উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশগ্রহণ হিসেবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়,উক্ত সমাবেশে উপজেলা বিএনপির আজিজুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক রাজু আহমেদ, এ সময় বক্তারা বিদ্যুৎের দাম কমানো ও দেশনেত্রীর মুক্তির দাবি করেন, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুবদল,ছাত্রদল,শ্রমিকদল, কৃষকদল তাতীদল সহ অংঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক মোঃ জুবায়ের হোসেন. সম্পাদক ও প্রকাশক : ফারহানা সুলতানা. নির্বাহী সম্পাদক : রাফিউর রহমান অয়ন. ব্যবস্থাপনা সম্পাদক : তাজরুবা করিম তাজ.কর্তৃক ৫১.৫২/এ রিসোর্স ফুল পল্টন সিটি, পুরানা পল্টন চতুর্থ তলা ঢাকা ১০০০ থেকে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২ ফকিরাপুল প্রথম গলি মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত..
সার্বিক যোগাযোগ 01712245568, 01711110764, 01888715068
Mail: jkhobor2025@gmail.com
Design & Developmen By HosterCube