রৌমারীতে বীর মুক্তিযোদ্ধার মৃত্য
রাষ্ট্রীয় মর্জাদায় দাফন
আব্দুল খালেক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নটান পাড়া গ্রামের মন্ডল বাড়ীর বীর মুক্তিযোদ্ধা
শাহজাহান মন্ডল (৭৫) দীর্ঘদিনের শারীরিক অসুস্থতায় থেকে নিজ বাড়িতে ইন্তেকাল
করেছেন (ইন্নলিল্লাহি———রাজেউন। ১৪ জানুয়ারী শনিবার সকাল ৯ টায় তিনি
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যূকালে স্ত্রী ও ১ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী
রেখে যান।
বিকাল ৪ টায় রাষ্ট্রীয় মযার্দায় রৌমারী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এতে
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ও সহকারি কমিশনার (ভুমি)
এবিএম সরোয়ার রাব্বি, অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা
কমান্ড ওয়াদুদ মন্ডল ও চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের সরকারসহ সহযোগী
মুক্তিযোদ্ধা স্থানীয় ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজনবৃন্দ।
© All rights reserved © 2025 Jatiyokhobor.com
Leave a Reply