আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
শুক্রবার ৩০ ডিসেম্বর'২২ইং, সকাল ১০ টায়। ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি এবং ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায়, নীতির পরিবর্তন চাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে। যশোর আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর সদর থানা শাখার সভাপতি মুহাম্মাদ ফয়েজ গাজীর সভাপতিত্বে থানা সম্মেলন'২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার সভাপতি, মুহাম্মাদ আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর থানা শাখার সভাপতি মুহাম্মাদ আক্তারুজ্জামান, সেক্রেটারী মাওলানা সেলিম আহম্মদ, ও থানা সদস্য আলহাজ্ব আব্দুল জব্বার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর সদর থানা শাখার সদ্য সাবেক, সহ-সভাপতি মুহাম্মাদ রেজওয়ান আহমাদ, সাংগঠনিক সম্পাদক, মুহাম্মাদ শাকিল আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক, মুহাম্মাদ আব্দুর রহমানসহ শাখার সদ্য সাবেক দায়িত্বশীলবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্য শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর সদর থানা শাখার ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৩ সেশনের নতুন কমিটি ঘােষণা করেন,
"নবগঠিত কমিটির"
সভাপতি: মুহাম্মাদ রেজওয়ান আহমাদ
সহ-সভাপতি: মুহাম্মাদ হাসিবুর রহমান
সাধারণ সম্পাদক: মুহাম্মাদ শাকিল আহমেদ
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক মোঃ জুবায়ের হোসেন. সম্পাদক ও প্রকাশক : ফারহানা সুলতানা. নির্বাহী সম্পাদক : রাফিউর রহমান অয়ন. ব্যবস্থাপনা সম্পাদক : তাজরুবা করিম তাজ.কর্তৃক ৫১.৫২/এ রিসোর্স ফুল পল্টন সিটি, পুরানা পল্টন চতুর্থ তলা ঢাকা ১০০০ থেকে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২ ফকিরাপুল প্রথম গলি মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত..
সার্বিক যোগাযোগ 01712245568, 01711110764, 01888715068
Mail: jkhobor2025@gmail.com
Design & Developmen By HosterCube