দিনাজপুর শহরের একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দিনাজপুর শহরের লিলি মোড়ের লুৎফুন্নেছা টাওয়ার অ্যান্ড শপিং কমপ্লেক্সের পাশেই ভাড়া বাসায় শুক্রবার সকালে তাদের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে এখনো মরদেহ উদ্ধার করা হয়নি।
নিহতরা হলেন মজিবর রহমান (৬৫) ও সুরাইয়া বেগম (৪৫)। নিহত মজিবর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গার রহিম উদ্দিন আহমেদের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার এসআই ঈমান আলি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। নিহত স্বামী ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং তার স্ত্রীর মাথায় আঘাত করা হয়েছে। ফরেনসিক বিভাগের লোকজন আসলে মরদেহ উদ্ধার করা হবে।
© All rights reserved © 2025 Jatiyokhobor.com
Leave a Reply