শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

ভূমিদস্যু কাউন্সিলর আবু জাহিদ সনজু ও তার ভাইদের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ কুষ্টিয়ার ১৬নং ওয়ার্ড বাসী

ক্রাইম রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুষ্টিয়া সদর উপজেলার ১৬নং ওয়ার্ড বাড়াদী এলাকায় আতঙ্ক বিরাজ করছে ভূমি দস্যু কাউন্সিলর আবু জাহিদ সনজু ও তার দুই ভাই তনজু ও রনজুর উত্তাপে,আজ সকালে বাড়াদী এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কামরুজ্জামান কামুর বাসার সামনে গিয়ে বাসা থেকে ভালোভাবে ডেকে নিয়ে মাথায় ওপেন অস্ত্র ঠেকিয়ে গত কাউন্সিলর নির্বাচনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান কামুকে থ্রেড করে আবু জাহিদ সনজু ও তার আপন দুই ভাই সহ সন্ত্রাসী বাহিনীরা, তাত্ক্ষণিকভাবে আত্মরক্ষার জন্য কামরুজ্জামান কামু সোরগোল তুললে এলাকাবাসী ও তার ভাইয়েরা টের পাওয়া মাত্র ভূমিদস্যুদের মাস্টার মাইন্ড ১৬নং ওয়ার্ড কাউন্সিলর সন্ত্রাসী আবু জাহিদ সনজু ও তার ভাই তনজু ও রনজু সহ সন্ত্রাসী বাহিনীকে গণধোলাই করেন বাড়াদী এলাকাবাসী। এতে সনজু ও তার ভাইয়ের রক্ত ঝড়লে তারা মাথায় ব্যান্ডেজ পেঁচিয়ে ব্যক্তিআক্রশকে কেন্দ্র করে নির্বাচনের সময় এলাকার সুনামধারী গ্রহণ যোগ্য ব্যক্তি ইউসুফ,ইউনুস,কামু, হাদী,সাইফুল,বিশ্বনাথ সাহা বিশু সহ যারা তাকে ভোট প্রদান করেনি তাদের নাম লিস্ট করে কিছু বাছাইকৃত মানুষের ঘারে চাপানোর উদ্দেশ্যে হসপিটাল থেকে ঔষধের প্রেসক্রিপশনে পুলিশ কেস এর সিল লাগিয়ে নিয়ে আরো বেশি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মহলে টাকা উড়িয়ে মামলা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান কামুর বিরুদ্ধে।গণধোলাইয়ের শিকার হয়ে সনজু তনজু রনজু এই তিন ভাইয়ের সন্ত্রাসী কান্ডকলাপে পুরো বাড়াদী এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে,লোকসমাজ রয়েছে আতঙ্কে। এদিকে গণধোলাই খেয়ে এই তিন ভাই হসপিটালে এডমিট হয়ে সাজাচ্ছেন নানা কৌশল, এমনকি ফোনের মাধ্যমে বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনীথ সাহা বিশু সহ বিভিন্ন মানুষকে ফোন দিশক ওপেন মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছেন বলে ইতিমধ্যে একাধিক অডিও কল রেকর্ড ফাস হয়েছে।এছাড়াও ১৬নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন কেও বিভিন্ন জনসমাবেশে মারার হুমকি প্রদান করে এই সন্ত্রাসী সনজু,এ নিয়ে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পৌর ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিল হেলাল উদ্দিন। এদিকে রানিং কাউন্সিলর হওয়াতে থানাতে প্রাধান্য পাচ্ছে সন্ত্রাসী বাহিনীর ক্যাডার ওপেন অস্ত্রধারী আবু জাহিদ সনজু ও তার দুই ভাই তনজু ও রনজু। এছাড়াও কুষ্টিয়ার উন্নয়নের রুপকার জনাব মাহবুব উল আলম হানিফ ভাইয়ের মানক্ষুন্য করতে এই তিনভাই একের পর এক নিজেদের ফায়দা হাসিল করার উদ্দেশ্যে যার উপরেই নির্যাতন চালায় তার বিরুদ্ধে নিজেরায় লিখালিখি শুরু করে জামাত শিবীরের ট্যাগ লাগিয়ে ওমক তমক এমন ওমন বলে। কুষ্টিয়ার সুশীলসমাজের বক্তব্য অনুযায়ী সকলের একই কথা এই আবু জাহিদ সনজু দীর্ঘকাল ধরে তাকে সবাই সন্ত্রাসী হিসেবেই চিনে, শুধু সনজু বললে কেও চিনবেনা, সন্ত্রাসী সনজু বললে সবাই একনামে চিনে থাকে, কেননা ইতিপূর্বে একাধিকবার অস্ত্র মামলায় পড়েছেন এই তথাকথিত ওয়ার্ড কাউন্সিলর সন্ত্রাসী আবু জাহিদ সনজু। আর এই সনজুর উস্কানিতে তার দুই ভাই তনজু ও রনজু পুরো ওয়ার্ড টি আতঙ্কে রেখেছেন। সরকারি জায়গা দখল,খেটে খাওয়া মানুষের জমি আত্মসাৎ, এলাকার মানুষের থেকে বিভিন্ন কাজ করে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা আদায়ের পরে অশিকার,অবৈধ একাধিক ব্যবসা সহ অসংখ্য অভিযোগ রয়েছে এই তিন ভাইয়ের ওপর। কুষ্টিয়া পৌরসভার মেয়র থেকে শুরু করে কুষ্টিয়ার উন্নয়নের রুপকার মাহবুবুল আলম হানিফ এমপি পর্যন্ত বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া সদর উপজেলার ১৬নং ওয়ার্ড বাসীর সর্বস্তরের জনগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2025 Jatiyokhobor.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com