মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টার:- যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নাধীন সীমান্তবর্তী গ্রাম অগ্রভূলাট হতে ৬৩ পিস(৭ কেজি ৩৩৬ গ্রাম) স্বর্ণের বার সহ আব্দুর রাজ্জাক(৪৮) নামের এক স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(২১ বিজিবি)’র সদস্যরা।
২১,বিজিবি(খুলনা) সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ জানুয়ারি ) দুপুরের দিকে শার্শা সীমান্তের খুলনা ২১ ব্যাটালিয়নের অগ্রভুলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা অগ্রভুলাট সীমান্ত এলাকা থেকে তাকে ৬৩ পিস স্বর্ণ সহ গ্রেফতার করে।
আসামী আব্দুর রাজ্জাক এর বাড়ী ঐ ইউনিয়নের বারোপোতা গ্রামে। সে মৃত শমসের সর্দারের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, শার্শার অগ্রভুলাট সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে সীমান্তে নজরদারি বাড়ান বিজিবি সদস্যরা। একপর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তার গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলসহ তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মোটরসাইকেলের চেসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৩ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
আটক স্বর্ণের বাজারমূল্য ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা। আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গত এক বছরে শার্শা সীমান্ত থেকে ২১টি অভিযানে ৫৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন খুলনা ২১ বিজিবির সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য ৪২ কোটি টাকা।। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ২১ জনকে আটক করা হয়েছে।
© All rights reserved © 2025 Jatiyokhobor.com
Leave a Reply