রবিবার, ১৮ মে ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

বছরের প্রথম দিনেই কাগমারী বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাথীদের মাঝে নতুন বই বিতরণ

মোঃ মুরাদ হোসেন স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইংরাজী নববর্ষ ২০২৩ এর আজ প্রথম দিন। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের যাত্রা শুরু। দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম গতকাল শনিবার(৩১ ডিসেম্বর) উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে তিনি এ বছরের নতুন বই বিতরণ কার্যক্রম শুরু করেন।

রবিবার (১ জানুয়ারি/২০২৩) দেশ ব্যাপি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদাভাবে নতুন বছরের নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু করে।

একটি সূত্র থেকে জানা গেছে, এবার ১ জানুয়ারি/২০২৩ ইং তারিখ সারা দেশে ৪ কোটি ০৯ লাখ ১৫ হাজার ৩৮১ জন শিক্ষার্থীদের ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে। যার মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৮২৩ জন শিক্ষার্থীকে ৯ কোটি ৬৬ লাখ ০৮ হাজার ২৪৫টি বই বিতরণ করা হবে।

এ উপলক্ষে রবিবার সকালে যশোর জেলার শার্শা উপজেলায় উৎসবের সাথে প্রতিটি সরকারি,বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে নতুন বই বিতরণ করা হয়। অত্র উপজেলার বেনাপোল ইউনিয়নাধীন ৭নং ওয়ার্ডে অবস্থিত কাগমারী বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে এ দৃশ্য দেখা মেলে। নতুন বছরের নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থী আনন্দে উচ্ছসিত। এ স্কুলে প্রায় ২০০ শিক্ষার্থীদের মাঝে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়।

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বইগুলি তুলে দেন ঐ স্কুলের প্রধান শিক্ষক মোছা:তাসলিমা আক্তার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজমেন্ট কমিটি’র সভাপতি মাসুদ আক্তার(বাবু খান),ওলিয়ার রহমান সহ গ্রামের বিশিষ্ঠজনেরা।

নতুন বই বিতরণকালীন সময় ম্যানেজিং কমিটি’র সভাপতি বিশিষ্ঠ সিএন্ডএফ ব্যবসায়ী,সমাজসেবক মাসুদ আক্তার(বাবু খান) বলেন,নতুন বই পাওয়ার আনন্দ নিয়ে বছর শুরু করেছে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আগে মাসের পর মাস চলে গেলেও নতুন বইয়ের জন্য হাহাকার থেকেই যেত, এ অবস্থার কথা কারও অজানা নয়। বর্তমান সরকার সারা দেশে একযোগে বিনা মূল্যে বই দিচ্ছে। দৃশ্যমান হিসেবে তার বে-সরকারী কাগমারী স্কুলের কথা তুলে ধরে বলেন,বর্তমান সরকার শিক্ষাখাতকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষায় মনোযোগ আনতে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি চালু রেখেছেন,যার কারনে এর সুফল ভোগ করছেন আজকের এই শিক্ষার্থীরা,নতুন বই পেয়ে তারা উচ্ছসিত এবং আনন্দিত। আমরা স্কুল কমিটি’র পক্ষ থেকে সরকারের এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2025 Jatiyokhobor.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com