ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর অনুচরে পরিণত হচ্ছে বলে দাবি করেছে রাশিয়া।
বুধবার ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ মোকাবিলায় দুটি সংস্থা নিজেদের সহযোগিতা গভীর করতে যৌথ ঘোষণায় স্বাক্ষরের পর রাশিয়ার পক্ষ থেকে এ দাবি করা হয়। খবর আলজাজিরা।
মঙ্গলবার ন্যাটো ও ইইউ ইউক্রেনে রাশিয়ার আক্রমণ মোকাবিলায় নিজেদের অংশীদারত্ব পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এ পদক্ষেপ প্রমাণ করে ন্যাটোর পুরোপুরি অধীনস্ত হয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন। ন্যাটো শক্তির মাধ্যমে মার্কিন স্বার্থ হাসিলের একটি হাতিয়ার।
তিনি আরও বলেছেন, আমেরিকার অনুচর হওয়ার অনিবার্য পরিণতি ভোগ করছেন ইউরোপীয়া। বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে নিজেদের অবস্থান হারিয়েছে, প্রতিটি পদক্ষেপে ওয়াশিংটনের প্রতি তাদের নির্ভরতা বাড়ছে।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক মোঃ জুবায়ের হোসেন. সম্পাদক ও প্রকাশক : ফারহানা সুলতানা. নির্বাহী সম্পাদক : রাফিউর রহমান অয়ন. ব্যবস্থাপনা সম্পাদক : তাজরুবা করিম তাজ.কর্তৃক ৫১.৫২/এ রিসোর্স ফুল পল্টন সিটি, পুরানা পল্টন চতুর্থ তলা ঢাকা ১০০০ থেকে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২ ফকিরাপুল প্রথম গলি মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত..
সার্বিক যোগাযোগ 01712245568, 01711110764, 01888715068
Mail: jkhobor2025@gmail.com
Design & Developmen By HosterCube