নাটোর:প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার চর জাজিরা এলাকায় একটি গুড় তৈরির কারখানা থেকে দুই হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ সময় গুড় তৈরির উপকরণ ৫০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি এবং ১০ কেজি ডালডা জব্দ করা হয়। খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ওই কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর অভিযান চালিয়ে এই জরিমানা করেন। রাজশাহী র্যাব-৫-এর হেডকোয়ার্টারের একটি টিম অভিযানটি পরিচালনায় সহায়তায় করে।
মেহেদী হাসান তানভীর জানান, বুধবার সকাল ৮টা থেকে প্রায় দুপুর পর্যন্ত চর জাজিরা এলাকার নাজিম গুড় ভান্ডারে এই অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড় ছাড়াও ওই কারখানায় থাকা আরও এক হাজার ৩৫০ কেজি চিনি বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়। অভিযান শেষে ভেজাল গুড় ও গুড় তৈরির উপাদান ধ্বংস করা হয়।
© All rights reserved © 2025 Jatiyokhobor.com
Leave a Reply