ভারতের আন্ডারগ্রাউন্ড মাফিয়া সম্রাট দাউদ ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করেছেন। এমনটিই জানিয়েছেন তার ভাগ্নে আলীশাহ পার্কার।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সন্ত্রাসবিরোধী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) জিজ্ঞাসাবাদে আলীশাহ পার্কার দাউদ ইব্রাহিম সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন ।
আলীশাহ সংস্থাটিকে জানিয়েছেন, প্রথম স্ত্রী মেজাবিনের সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় দাউদ দ্বিতীয় স্ত্রী হিসেবে পাকিস্তানি পাঠান সম্প্রদায়ের এক নারীকে বিয়ে করেছেন।
তিনি আরও জানিয়েছেন, দাউদের প্রথম স্ত্রী হোয়াটসঅ্যাপ ব্যবহার করে পরিবারের অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করেন।
আলীশাহ পার্কার এনআইএর কাছে আরও জানিয়েছেন, দাউদ বর্তমানে একটি বিশেষ বাহিনী গঠন করছেন। যারা ভারতের বড় ব্যবসায়ী ও নেতাদের ওপর হামলা চালাতে পারে, বড় শহরগুলোতে সংঘর্ষ ছড়িয়ে দিতে পারে।
তিনি আরও জানিয়েছেন, দাউদ ইব্রাহিমের চার ভাই ও চার বোন রয়েছে। তিনি সম্প্রতি দ্বিতীয়বার বিয়ে করেছেন। যদিও দাউদ সবাইকে বলে বেড়ান তিনি প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন। কিন্তু এটি সত্যি নয়। এছাড়া তিনি পাকিস্তানে তার অবস্থান পরিবর্তন করেছেন। বর্তমানে তিনি করাচির আব্দুল্লাহ গাজী বাবা দরগার কাছে রহিম ফাকি নামক একটি সামরিক এলাকায় বসবাস করছেন।
এদিকে দাউদ ইব্রাহিমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে মামলা দায়ের করেছে এনআইএ। এ মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন তার ভাগ্নে আলীশাহ।
সূত্র: এনডিটিভি
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক মোঃ জুবায়ের হোসেন. সম্পাদক ও প্রকাশক : ফারহানা সুলতানা. নির্বাহী সম্পাদক : রাফিউর রহমান অয়ন. ব্যবস্থাপনা সম্পাদক : তাজরুবা করিম তাজ.কর্তৃক ৫১.৫২/এ রিসোর্স ফুল পল্টন সিটি, পুরানা পল্টন চতুর্থ তলা ঢাকা ১০০০ থেকে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২ ফকিরাপুল প্রথম গলি মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত..
সার্বিক যোগাযোগ 01712245568, 01711110764, 01888715068
Mail: jkhobor2025@gmail.com
Design & Developmen By HosterCube