ভারতের বিভিন্ন রাজ্যে কয়েক দিন ধরেই কমছে তাপমাত্রা। গত কয়েক দিন কুয়াশার দাপট চলছে নয়াদিল্লিসহ উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে। কুয়াশার কারণে দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া ভবন।
এর মধ্যে দেশটির রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গতকাল শনিবার (৭ জানুয়ারি)। আজ রোববারও অবস্থা প্রায় একই রকম। ফলে আজ দিল্লির তাপমাত্রা সর্বনিম্ন ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল ছিল সর্বনিম্ন ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশার মধ্যে বাতাসের গুণমানও অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে দিল্লিতে। আজ রাজধানীর বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ৩৫৯। খবর এনডিটিভির।
ভারতের আবহাওয়া অফিসের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, ১১ জানুয়ারি পর্যন্ত দিল্লিসহ কয়েকটি রাজ্যে এমন পরিস্থিতি বজায় থাকবে। এ ছাড়া কাশ্মীরে তুষারপাত চলছে। কুয়াশারা কারণে নয়াদিল্লি থেকে উড়োজাহাজ ও ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। গত কয়েক দিনই এমন পরিস্থিতি চলছে।
এএনআই খবরে বলা বলেছে, আজ সকাল ছয়টা পর্যন্ত কোনোও উড়োজাহাজ ছাড়েনি। তবে খারাপ আবহাওয়ার কারণে প্রায় ২০টি উড়োজাহাজ দেরিতে ছেড়েছে। কুয়াশার কারণে ৪২টি ট্রেন দেরিতে ছেড়েছে।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক মোঃ জুবায়ের হোসেন. সম্পাদক ও প্রকাশক : ফারহানা সুলতানা. নির্বাহী সম্পাদক : রাফিউর রহমান অয়ন. ব্যবস্থাপনা সম্পাদক : তাজরুবা করিম তাজ.কর্তৃক ৫১.৫২/এ রিসোর্স ফুল পল্টন সিটি, পুরানা পল্টন চতুর্থ তলা ঢাকা ১০০০ থেকে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২ ফকিরাপুল প্রথম গলি মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত..
সার্বিক যোগাযোগ 01712245568, 01711110764, 01888715068
Mail: jkhobor2025@gmail.com
Design & Developmen By HosterCube