পূর্ব এশিয়ার দেশ জাপানের বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়া দেবে ভারতীয় বিমানবাহিনী। জাপানের হায়াকুরি বিমান ঘাঁটিতে ‘বীর গার্ডিয়ান-২০২৩’ নামে এ মহড়া অনুষ্ঠিত হবে।
ভারতীয় বার্তাসংস্থা এএনআই শনিবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী সপ্তাহে এ মহড়া শুরু হবে। যেটির লক্ষ্য থাকবে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করা।
এএনআই জানিয়েছে, মহড়ায় থাকবে ভারতের এসইউ-৩০ এমকিআই, দু’টি সি-১৭এস এবং একটি আইএল-৭৮ বিমান। অন্যদিকে জাপান চারটি এফ-২ এবং চারটি এফ-১৫ যুদ্ধবিমান নিয়ে মহড়ায় অংশ নেবে।
ভারতীয় বিমান বাহিনীর দলটি রোববার জাপানের উদ্দেশ্যে রওনা দেয়। আগামী ১২ জানুয়ারি মহড়াটি শুরু হয়ে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে।
এর আগেও জাপানের সঙ্গে মহড়ায় যোগ দিয়েছে ভারত। ২০২২ সালের নভেম্বর জাপানের ইয়োকুশায় যৌথ মহড়ায় অংশ নেন ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এতে যোগ দিয়েছিল।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান নিয়ে মহড়ায় অংশ নিয়েছিল দুই দেশ।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক মোঃ জুবায়ের হোসেন. সম্পাদক ও প্রকাশক : ফারহানা সুলতানা. নির্বাহী সম্পাদক : রাফিউর রহমান অয়ন. ব্যবস্থাপনা সম্পাদক : তাজরুবা করিম তাজ.কর্তৃক ৫১.৫২/এ রিসোর্স ফুল পল্টন সিটি, পুরানা পল্টন চতুর্থ তলা ঢাকা ১০০০ থেকে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২ ফকিরাপুল প্রথম গলি মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত..
সার্বিক যোগাযোগ 01712245568, 01711110764, 01888715068
Mail: jkhobor2025@gmail.com
Design & Developmen By HosterCube