উত্তর কোরিয়ার সঙ্গে করা সামরিক চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন-সুক-ইওল। বুধবার এক বক্তৃতায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়া যদি ফের তাদের আকাশসীমা লঙ্ঘন করে তাহলে তিনি ২০১৮ সালের আন্তঃকোরিয়ান সামরিক চুক্তি বাতিল করবেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, সম্প্রতি উত্তর কোরিয়ার একটি ড্রোন দক্ষিণ কোরিয়ার সীমানায় প্রবেশ করে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন-সুক-ইওল এই মন্তব্য করলেন।
২০১৮ সালে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুন জে-ইন এক শীর্ষ সম্মেলনে (সামিট) সকল ধরনের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের সমাপ্তি, সীমান্তে নো-ফ্লাই জোন স্থাপন এবং ল্যান্ডমাইন অপসারণ ও গার্ড পোস্ট সরানোর চুক্তি করেন।
এসব চুক্তি বাতিলে দেওয়া বক্তব্যের আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার বিরুদ্ধে পাল্টা কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে ব্রিফ করেন। তিনি সমানুপাতিকের থেকে বেশি জবাব দেওয়ার নির্দেশ দেন।
© All rights reserved © 2025 Jatiyokhobor.com
Leave a Reply